নির্বাচনের আগে ফের নিয়মভঙ্গের অভিযোগে তোলপাড় ধূপগুড়ি। নির্বাচন কমিশনের নির্দেশ সত্ত্বেও ক্যাম্পে বসে ভোট ফর্ম বিলির অভিযোগ উঠেছে এক বিএলও-র বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ২ নম্বর ওয়ার্ডের ১৭৫ নম্বর পার্টে। শনিবার রাতে ধূপগুড়ির কামাতপাড়া এলাকায় দেখা যায়, এক ব্যক্তির বাড়ির সামনে টেবিল-চেয়ার পেতে বসে ভোট ফর্ম বিলি করছেন বিএলও রুবি বসুনিয়া। শুধু তাই নয়, তাঁর পাশে রয়েছেন তাঁর স্বামী-সহ আরও কয়েকজন। যা স্পষ্টতই নির্বাচন কমিশনের নির্দেশের পরিপন্থী।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও বিএলও ভোটার এনুমারেশন ফর্ম ঘরে ঘরে গিয়ে দিতে ও সংগ্রহ করতে পারেন। কোনও ক্যাম্পে বসে একত্রে ফর্ম বিলি করা সম্পূর্ণ বেআইনি। অথচ, শুক্রবারই বাড়ি না গিয়ে ক্যাম্পে বসে ফর্ম বিতরণের অভিযোগে ৮ বিএলও-কে শোকজ করেছিল কমিশন। তার পরদিনই ফের এই ঘটনা প্রকাশ্যে আসে।
বিএলও রুবি বসুনিয়া অবশ্য অভিযোগ মানতে নারাজ। তিনি বলেন, “আমি অসুস্থ। অনেক কাগজপত্র নিয়ে ঘোরা খুব কষ্টকর। কমিশনের নির্দেশ জানি, কিন্তু এক জায়গায় বসে আশপাশের কয়েকটি বাড়ির ফর্ম দিয়েছি মাত্র।” তাঁর স্বামীর বক্তব্য, “এলাকাটা খুব বড়। একজন মহিলার পক্ষে সব বাড়িতে গিয়ে ফর্ম দেওয়া সম্ভব নয়। আমি শুধু সাহায্য করেছি।”
কিন্তু এই যুক্তি মানতে নারাজ রাজনৈতিক মহল। বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, “নির্বাচন কমিশনের নিয়ম কেউ মানছে না। শোকজ কাগজ দেখানো হচ্ছে, কিন্তু মাঠে নিয়ম ভাঙা বন্ধ হচ্ছে না।”
এই ঘটনার পর কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। ধূপগুড়ি জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নির্বাচন কমিশন সূত্রে খবর, অভিযোগের তদন্ত শুরু হয়েছে। বিএলও রুবি বসুনিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
শিলিগুড়ি থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত এখন একটাই প্রশ্ন— ভোটের আগে বারবার কেন কমিশনের নির্দেশ মানা হচ্ছে না? কার ছত্রছায়ায় চলছে এই বেনিয়ম?
আরও পড়ুনঃ Weather Update: শীত এল অবশেষে! ১৯ ডিগ্রির নিচে কলকাতার পারদ, উত্তর-পশ্চিমের হাওয়ায় কাঁপছে বঙ্গে
- More Stories On :
- Sir
- Enumeration Forms
- BLO

