১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতার স্বাদ পেয়েছিল ভারত। তখন এক টাকার মূল্য ছিল অপরিসীম—যা দিয়ে মিলত সপ্তাহের বাজার। ১ টাকা দিয়ে ১-২ কেজি গম, হাফ কেজি ঘি বা এক সপ্তাহের শাকসবজি কিনে নেওয়া যেত অনায়াসে। চাল ছিল ১২ পয়সা, ময়দা ১০ পয়সা, ডাল ২০ পয়সা ও চিনি ৪০ পয়সা প্রতি কেজি। ঘি মিলত ৭৫ পয়সায়।
সেই সময় একটি সাইকেলের দাম ছিল মাত্র ২০ টাকা, যা এখন প্রায় ১০-১২ হাজার টাকা। সোনা ছিল আরও সস্তা—১৯৪৭ সালে ১০ গ্রাম সোনার দাম ছিল ৮৮.৬২ টাকা, যা এখন এক লক্ষ টাকারও বেশি। পেট্রোলের দাম ছিল মাত্র ২৭ পয়সা, আর আজ তা প্রায় ১০৫ টাকা।
তৎকালীন দিল্লি-মুম্বই বিমান ভাড়া ছিল ১৪০ টাকা এবং একমাত্র এয়ার ইন্ডিয়াই বিমান পরিষেবা দিত। গত ৭৯ বছরে পণ্য ও পরিষেবার দাম আকাশছোঁয়া হলেও সেই সময়ের এক টাকার কেনাকাটার স্মৃতি আজও বিস্ময় জাগায়।
আরও পড়ুনঃ রক্ত ও জল একসঙ্গে নয়, স্বাধীনতা দিবসে ফের মোদীর আগুনে হুঙ্কার
আরও পড়ুনঃ দীঘায় জনজোয়ার! জানেন তো জগন্নাথ মন্দিরের বাড়তি আকর্ষণ সম্পর্কে?
- More Stories On :
- ১৯৪৭ এক টাকার মূল্য
- 1947 one rupee value
- স্বাধীনতার সময় সোনার দাম
- Gold price in 1947
- ১৯৪৭ পেট্রোলের দাম
- Petrol price in 1947
- ১৯৪৭ সালে পণ্যের দাম
- 1947 commodity prices
- চালের দাম ১৯৪৭
- Rice price 1947
- ঘি-এর দাম ১৯৪৭
- Ghee price 1947
- স্বাধীনতা দিবস ২০২৫
- Independence Day 2025
- ১৯৪৭ সাইকেলের দাম
- Bicycle price 1947
- দিল্লি মুম্বই বিমান ভাড়া
- Delhi Mumbai air fare 1947