কিছু স্বপ্ন থাকে সারা দেশের। শুধু পুরুষ বা মহিলার নয়, কোটি মানুষের। ভারত বিশ্বকাপ জিতেছে—এটাই মূল কথা। এখানে ‘মহিলা’ ভারত নয়, ‘টিম ইন্ডিয়া’ বিশ্বচ্যাম্পিয়ন। চ্যাম্পিয়নদের অভিধান কখনও লিঙ্গের ভাগে ভাগ করা যায় না।
ক্রিকেটকে এত দিন বলা হত—‘জেন্টলম্যানস গেম’। কিন্তু নতুন ইতিহাসের রাতে সেই শব্দটাই পাল্টে দিলেন হরমনপ্রীত কৌর। বিশ্বজয়ের পর সকালে ট্রফি বুকে জড়িয়ে শুয়ে থাকা একটি ছবি পোস্ট করলেন ভারতের অধিনায়িকা। তাঁর টি-শার্টে লাইনে লেখা—“Gentleman’s” শব্দটি কেটে দিয়ে পাশে বড় অক্ষরে—“Cricket is Everyone’s Game”। বার্তাটা স্পষ্ট—ক্রিকেট শুধু পুরুষের নয়, সবার খেলা।
হরমনের সঙ্গে স্বপ্নে ভেসেছেন স্মৃতি, জেমাইমা, শেফালিরাও। রাতভর ছিল উন্মাদনা, আনন্দ, নাচ, হাসি। গোটা দেশ দেখল—নতুন ইতিহাস লেখা যাচ্ছে। ক্রিকেটাররা জানালেন, এই স্বপ্ন কোটি ভারতবাসীর। হরমনের ক্যাপশনে তাই লেখা—“কিছু স্বপ্ন কোটি কোটি মানুষের।”
এই জয়ের পেছনে আছে ত্যাগ, কষ্ট, বাধা আর লড়াই। গ্রামের মাঠে শেফালিকে শুনতে হয়েছে—“মেয়েদের আবার ক্রিকেট!” তাই তিনি চুল কেটে ছেলে সেজে খেলেছেন ছেলেদের টুর্নামেন্টে। হরমন নিজে ওড়না বেঁধে খেলেছেন ছেলেদের সঙ্গে, ভেঙেছেন রীতি, জেদের সঙ্গে।
এই দল জানে সংগ্রাম বলতে কী বোঝায়। বড় ম্যাচের চাপ, সামনে ইতিহাস—তবু নিজেরা ভেঙে পড়েননি। এত দিন ধরেই মেয়েদের ক্রিকেট আলাদা দৃষ্টিতে দেখা হত। কিন্তু বিশ্বজয় বলছে—এ দেশ এখন বলছে, “আমাদের হরমন, আমাদের শেফালি, আমাদের টিম ইন্ডিয়া।”
২০০৫ সালে স্বপ্ন ভেঙেছিল। ২০১৭-য় আবার heartbreak, তবু মনে রইল হরমনের ১৭১ রানের ইতিহাস। এবার আর হার নয়। এবার ট্রফি ঘরে। এই ট্রফি শুধু আজকের মেয়েদের নয়, ঝুলন-মিতালির মতো কিংবদন্তিদেরও। ভবিষ্যতের প্রতিটি ছোট মেয়ের কাছে বার্তা—স্বপ্ন সত্যিই হয়, যদি লড়াই করো।
এখন থেকে ভারতীয় ঘরে ঘরে বাবা-মা হয়তো বলবেন—“হরমনপ্রীতের মতো খেলো।” আর ভারতীয় ক্রিকেটের ঘরে ঝুলবে নতুন নাম—‘জনগণমন অধিনায়িকা’ হরমনপ্রীত।
আরও পড়ুনঃ Women's Cricket World Cup: ১৪০ কোটির স্বপ্ন পূরণ!চোখে জল নিয়ে বিশ্বজয় ভারতীয় মেয়েদের
- More Stories On :
- Harmanpreet Kaur
- Indian Wome's Cricket Team,

