ফ্রান্সে বড়দিনের অনুষ্ঠানকে ঘিরে তৈরি হল ভয়াবহ দৃশ্য। ভিড়ে ঠাসা রাস্তায় হঠাৎই বেপরোয়া এক গাড়ি ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। আরও ৯ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় সেন্ট-অ্যানের শোয়েলচার স্কোয়ারের ঠিক উল্টোদিকে বড়দিন উপলক্ষে জমেছিল উৎসবের ভিড়। চলছিল গান-বাজনা, নাচ আর জমাটি অনুষ্ঠান। সেই সময় আচমকা এক চারচাকা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ভিড়ের উপর উঠে পড়ে। একের পর এক মানুষকে ধাক্কা দিয়ে ফেলতে থাকে গাড়িটি। মুহূর্তে চিৎকারে ছেয়ে যায় চারদিক, আতঙ্কে ছুটতে থাকেন উপস্থিত মানুষজন।
পুলিশ দ্রুত গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরপরই চালককে গ্রেফতার করা হয়েছে। কী কারণে এই ভয়ংকর ঘটনা ঘটল, তা এখনো পরিষ্কার নয়। তদন্ত শুরু হয়েছে।
তবে ফ্রান্সের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, চালক নাকি মদ্যপ অবস্থায় ছিলেন। সেই কারণেই গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন তিনি। যদিও পুলিশ এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
বড়দিনের আনন্দের রাতে এমন মর্মান্তিক মৃত্যুমিছিল দেখে শোকে স্তব্ধ হয়ে গিয়েছে সেন্ট-অ্যানের এলাকা।

