• ২ মাঘ ১৪৩২, রবিবার ১৮ জানুয়ারি ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

বিনোদুনিয়া

বিনোদুনিয়া

Bollywood : প্রয়াত বলিউড অভিনেতা ও মিমিক্রি শিল্পী মাধব মোঘে

সায়ান্তন সেনপ্রয়াত বলিউড অভিনেতা ও মিমিক্রি শিল্পী মাধব মোঘে। ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে বলিউডের বিভিন্ন ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর অভিনীত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল দামিনি, ঘাতক, ম্যানে পেয়ার কিঁউ কিয়া, পার্টনার ইত্যাদি। প্রয়াত অভিনেতা সঞ্জীব কুমারের মিমিক্রি করার জন্য বিখ্যাত ছিলেন মাধব মোঘে। দেশ, বিদেশে তাঁর মিমিক্রির জন্য বিভিন্ন রিয়েলিটি শো থেকে শুরু করে স্টেজ শো সব জায়গাতেই প্রশংসিত হয়েছিলেন মাধব মোঘে। প্রয়াত সঞ্জীব কুমারের মিমিক্রি করেই নিজের আলাদা একটা পরিচয় গড়ে তুলেছিলেন এই অভিনেতা। এছাড়াও রাজ কুমার ও বাংলার কিংবদন্তি অভিনেতা উপল দত্তেরও মিমিক্রি করতেন মাধব মোঘে।অভিনয় ও মিমিক্রি করা ছাড়াও একজন ভাল সঞ্চালকও ছিলেন মাধব মোঘে। টিভিতে প্রচুর অনুষ্ঠানে ও রিয়ালিটি শোতে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। বিখ্যাত শিল্পীদের সঙ্গে দেশ-বিদেশে প্রচুর শোতে সঞ্চালক হিসেবে কাজ করেছেন মাধব মোঘে। বলিউড ছাড়াও অনেক মারাঠি ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে মাধবকে। এছাড়া টিভিতেও কাজ করেছেন। গত ২১ জুন মাধব মোঘে তাঁর স্ত্রীকে হারিয়েছিলেন। কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তাঁর স্ত্রী। মাধব মোঘের মৃত্যুর খবর প্রথম দেন তাঁর মেয়ে প্রাচী মোঘে। তিনি বলেন, মায়ের মৃত্যুর পরই বাবা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল প্রায়। শরীরও ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল তাঁর। ফুসফুসে ক্যান্সার হয়েছিল বাবার।মায়ের কাজ মিটে যাওয়ার পর মুম্বইয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বাবাকে। চিকিৎসকরা বলেই দিয়েছিলেন যে বাঁচার কোনও আশা নেই। বাবাকে আমি গতকালই বাড়িতে নিয়ে আসি। আর আজ সকাল ৬ টায় মারা যান উনি। গায়ক ও মিমিক্রি শিল্পী সুদেশ ভোসলে মাধব মোঘের প্রয়াণের খবর শুনে বলেন, আমি ওঁনাকে আমার গুরু হিসেবে মানতাম। আমি অনেক কিছু শিখেছি ওঁনার থেকে। সঞ্চালনার পাঠও মাধব মোঘের থেকেই শিখেছি। অসম্ভব ভাল একজন মানুষ ছিলেন তিনি। গত দেড় বছরে করোনার জন্য মানসিকভাবেও একটু বিপর্যস্ত ছিলেন তিনি।

জুলাই ১২, ২০২১
বিনোদুনিয়া

Teaser : প্রকাশ্যে এল 'ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া'-র টিজার

এর আগে শুধু মুক্তি পেয়েছিল ছবির ফার্স্ট লুক। এবার সব অপেক্ষার অবসান ঘটল। ডিজনি হটস্টারে মুক্তি পেল অজয় দেবগণ অভিনীত নতুন ছবি ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া-র টিজার। বলিউডের একাধিক তারকাদের দেখা যাবে এই ছবিতে। ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া-তে অভিনয় করছেন এই ছবিতে। এদের মধ্যে রয়েছেন অজয় দেবগন, সঞ্জয় দত্ত, সোনাক্ষ্মী সিনহা, নোরা ফতেহি, শরদ কেলকরের মতো তারকারা। এই ছবিটি ইন্ডিয়ান এয়ারফোর্সের স্কোয়াড্রন লিডার বিজয় করনিকের জীবনের বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে।ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া-র গল্পের নির্যাস যেটুকু পাওয়া যায়, তা হল, ভুজ বিমানবন্দরের ইনচার্জ ছিলেন বিজয় করনিক নামের এক ব্যক্তি। মাধপর গ্রামের প্রায় তিনশোজন মহিলাকে নিয়ে কীভাবে তিনি ভারতীয় বায়ুসেনার একটি আস্ত এয়ারবেসকে পূনঃনির্মান করেছিলেন। সেই গল্পই তুলে ধরে হয়েছে রুপোলি পর্দায়। পাশাপাশি, দেখানে হয়েছে, ভারতকে শত্রুর হাত থেকে বিজয় করনিকের রক্ষা করার রোমহর্ষক সেই ঘটনাও। বহু প্রতিক্ষিত সেই অজয় দেবগন, সঞ্জয় দত্তর ছবির টিজার অবশেষে মুক্তি পেল। টিজারটিতে ধারাবাহিকভাবে অ্যাকশন সিক্যুয়েন্স দেখানো হয়েছে। দেশাত্মবোধ ছড়িয়ে রয়েছে টিজারের পরতে-পরতে। দেখানো হয়েছে ভুজের বাসিন্দাদের একতা। টিজারের একেবারে শেষ লগ্নে দেখা যাচ্ছে, অজয় দেবগন বলছেন, তাঁর নাম একজন সিপাহী। সোলজার। টিজার থেকে স্পষ্ট, ছবিটিকে বেঁধেছে দেশাত্ববোধের অনুভূতিই। সিরিজ এবং অজয় দেবগন ফিল্মসের এই ছবিটি প্রযোজনা করেছেন, ভূষণ কুমার, কুমার মঙ্গত পাঠক, জিনি খানুজা, ওয়াজির সিংহ এবং বানী সাংভিচ। তাঁরা হলেন, অভিষেক দুধাইয়া, রমন কুমার, রীতেশ শাহ এবং পূজা ভাবোরিয়া।লেখার পাশাপাশি ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া ছবিটি পরিচালনা করেছেন অভিষের দুধাইয়া। ডিজনি হটস্টার ভিআইপি-তেই ছবিটা রিলিজ করছে। অজয় দেবগন, সঞ্জয় দত্ত এবং সোনাক্ষ্মী সিনহা অভিনীত ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া ছবিটি রিলিজ করছে আগামী ১৩ আগস্ট।

জুলাই ১২, ২০২১
বিনোদুনিয়া

Virushka : ভামিকার ৬ মাসের ছবি শেয়ার বিরুষ্কার

৬ মাসে পা দিল অনুষ্কা ও বিরাটের কন্যাসন্তান ভামিকা। সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নিলেন বিরুষ্কা। সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নিলেন বিরুষ্কা। ছবিতে দেখা যাচ্ছে আকাশের দিকে তাকিয়ে মাঠের ওপর শুয়ে অভিনেত্রী অনুষ্কা শর্মা। মুখ বোঝা যাচ্ছে না। আর তাঁর বুকের ওপর শুয়ে একরত্তি কন্যা ভামিকা। ছোট্ট মেয়েকে আকাশের দিকে হাত তুলে কী যেন দেখাচ্ছেন অনুষ্কা। পরের ছবিতে, সবুজ মাঠে বসে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। দুজনেই আগলে রয়েছেন ভামিকাকে। সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেছেন অনুষ্কা। ক্যাপশনে লিখেছেন, ওর একটা হাসি এক মুহূর্তে আমাদের চারপাশের পৃথিবীটাকে বদলে দেয়। যে ভালোবাসা নিয়ে এই একরত্তি মেয়ে আমাদের দিকে দেখে, আমরা সেই ভালোবাসাতেই বাঁচতে চাই। আমাদের ৩ জন হওয়ার আজ ৬ মাস পূর্তি। ছবির সঙ্গে একটা সুন্দর কেকের ছবিও পোস্ট করেন তিনি। কয়েক মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই ছবি। সেলিব্রিটি থেকে শুভাকাঙ্খী প্রচুর মানুষ সেই পোস্টের নীচে কমেন্ট করেন। অভিনেত্রী কাজল আগরওয়াল থেকে শুরু করে টেনিস তারকা সানিয়া মির্জা অনেক সেলিব্রিটিরই এই ছবিতে কমেন্ট ছিল।

জুলাই ১২, ২০২১
বিনোদুনিয়া

Subho Rathayatra : শুভ রথযাত্রার শুভেচ্ছা জানালেন অভিনেতা-অভিনেত্রীরা

আজ বিশেষ দিন। শুভ রথযাত্রা। করোনা পরিস্থিতিতে গতবছরের মতো এবারের রথযাত্রার আবহ একট ফিকে হলেও গুরুত্ব কিন্তু কমেনি। এই বিশেষ দিনে অনেকের বাড়িতেই পাঁপড় ভাজা, জিলাপি হচ্ছে।সাধারণ মানুষের মতো টলিউডের অভিনেতা-অভিনেত্রীরাও রথযাত্রা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দেন। অনেকেই তাদের পোস্টের মাধ্যমে বর্তমান এই কঠিন সময় কাটিয়ে ওঠার কথা লেখেন।ওগো নিরুপমা ধারাবাহিকের মৈনাক ও রিমলি ধারাবাহিকের প্রতীক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন,সকলকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা। সবার ভালো হোক। জয় জগন্নাথ। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন,আজ এই শুভদিনে শ্রী শ্রী জগন্নাথদেবের কাছে পৃথিবীবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। খুব তাড়াতাড়ি পৃথিবী ফিরে পাক তার চেনা স্বাভাবিক ছন্দ। সবাইকে আমার তরফ থেকে শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।রথযাত্রার শুভেচ্ছা। পৃথিবী খুব তাড়াতাড়ি সেরে উঠুক এটাই প্রার্থনা করি। 🙏🏼 pic.twitter.com/M2aIFjU9fx Prosenjit Chatterjee (@prosenjitbumba) July 12, 2021সকলের প্রিয় বুম্বা দা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন রথযাত্রার শুভেচ্ছা। পৃথিবী খুব তাড়াতাড়ি সেরে উঠুক এটাই প্রার্থনা করি। শাশ্বত চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন,শুভ রথযাত্রার পুণ্য লগ্নে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। জয় জগন্নাথ। বাংলা মেগার অভিনেত্রীর রূপসা চক্রবর্তী লেখেন,শুভ রথযাত্রার শুভেচ্ছা সকলকে।

জুলাই ১২, ২০২১
বিনোদুনিয়া

Ankita : পবিত্র রিস্তার নতুন ভার্সনে অঙ্কিতা

সায়ন্তন সেনআজকের দিনটার জন্য অনেকটা পথ পেরিয়ে এসেছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। পবিত্র রিস্তা ধারাবাহিকের তুমুল সাফল্য। সহ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্ক। সম্পর্কে ভাঙন। সুশান্তের অকাল প্রয়াণ। অনেক ঘটনার সাক্ষী তিনি। দর্শকের চাহিদায় ফের পবিত্র রিস্তা ২ নিয়ে আসতে চলেছেন নির্মাতারা। সেখানে অঙ্কিতা রয়েছেন। কিন্তু সুশান্ত নেই। সুশান্তকে মনে রেখেই রবিবার থেকে পবিত্র রিস্তা ২-এর শুটিং শুরু করলেন অভিনেত্রী।পবিত্র রিস্তা ২-এ সুশান্তের জায়গায় অঙ্কিতার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা শাহির শেখ। শুটিং শুরুর মুহর্তের ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করে অঙ্কিতা লিখেছেন, কখনও কখনও খুব সাধারণ দীবন থেকেই আমরা অসাধারণ প্রেমের গল্প খুঁজে পাই। মানব এবং অর্চনার সেই অসাধারণ প্রেমের গল্পের সাক্ষী থাকুন।পবিত্র রিস্তা ছিল হিন্দি টেলিভিশনের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক। এই ধারাবাহিকেই জুটি হিসেবে জনপ্রিয় ছিলেন সুশান্ত সিং রাজপুত এবং অঙ্কিতা লোখান্ডে। তাঁদের চরিত্র ছিল মানব এবং অর্চনা। ২০১২ নাগাদ ওই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যান সুশান্ত। তিনি বড়পর্দায় কেরিয়ার তৈরিতে মন দিতে চেয়েছিলেন। ওই ধারাবাহিক শেষ হওয়ার আগে পর্যন্ত সুশান্তের পরে মানব-এর চরিত্রে অভিনয় করেছিলেন হিতেন তেজওয়ানি। তবে তাঁর সঙ্গে অঙ্কিতার জুটি ততটা জনপ্রিয় হয়নি। নতুন ভার্সনে শেখর-অঙ্কিতার জুটি আদৌ জনপ্রিয় হবে কি না, সেটার অপেক্ষাতেই রয়েছেন দর্শকরা।

জুলাই ১১, ২০২১
বিনোদুনিয়া

Tollywood actress : বোল্ড লুকে অভিনেত্রী সুরভী সান্যাল

সায়ান্তন সেনবাংলা মেগার অভিনেত্রী সুরভী সান্যাল। বোঝেনা সে বোঝেনা সিরিয়ালের মাধ্যমে যার মেগায় পথচলা শুরু হয়। এরপর খোকাবাবু, হৃদয়হরণ বি এ পাস থেকে শুরু করে বর্তমানে বরণ সিরিয়াল করছেন তিনি। এই সিরিয়ালে রিনিতার চরিত্রে তাকে দেখা যাচ্ছে। অভিনয়ের পাশাপাশি তার হাতের কাজও খুব ভাল। বিভিন্ন আর্টের কাজ করতে তিনি খুব ভালবাসেন। এছাড়া অভিনেত্রী মানে ফটোশুট তো আছেই।সুরভী সদ্যই এরকমই বিভিন্ন লুকে ফটোশুট করলেন। ফটোগ্রাফার ছিলেন টলিউডের পরিচিত ফটোগ্রাফার বুলান ঘোষ। ফটোশুটের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সুরভীর পরিচিত মানুষ থেকে শুরু করে তার ফ্যান সবাই বেশ প্রশংসাই করেছে। সুরভী জানান অনেকদিন পর ফটোশুট করে তার বেশ ভালোই লেগেছে। খুব কম সময়ের মধ্যেই ফটোশুটের প্ল্যান হয় এবং শুট হয়। আগামী দিনে আরও অন্য লুকে ফটোশুট করার প্ল্যান রয়েছে তার।

জুলাই ১১, ২০২১
বিনোদুনিয়া

Mother : মা হচ্ছেন অভিনেত্রী ইভিলিন শর্মা

সায়ান্তন সেনমা হতে চলেছেন অভিনেত্রী ইভিলিন শর্মা। ইভিলিন শর্মা ও তাঁর হাসব্যান্ড তুষার ভিন্ডি যারা দুজন এই বছরের শুরুতেই চার হাত এক করেছিলেন তাদের কোল আলো করে এক ফুটফুটে নতুন অতিথি আসছে ইন্সটাগ্রাম পোস্ট মারফৎ এমনটাই জানিয়েছেন ইভিলিন। ইন্সটা তে তিনি লেখেন, আমার হাত দিয়ে তোকে ধরার জন্য আর অপেক্ষা করতে পারছি না।আরও পড়ুনঃ পায়েল মুখার্জীর হিন্দি সিনেমা বিশেষ সম্মানে ভূষিততাঁর এই পোস্ট পড়ে সোনাল চৌহান, এলি আব্রাহাম এবং আরও অন্যান্য অভিনেত্রীরা কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। ইয়ে জাবানি হে দিওয়ানি, জাব হ্যারি মেট সজল, সাহু, ফ্রম সিডনি উইথ লাভের মতো সিনেমায় অভিনয় করা ইভিলিন শর্মা এই বছরের শুরুতে চার হাত এক করে বলেছিলেন প্রিয় বন্ধুর সঙ্গে বিয়ে হওয়ার মত ভাল মুহূর্ত আর কিছু হয় না। একসঙ্গে জীবন কাটানোর জন্য তারা খুব উচ্ছ্বসিত। এর কয়েকমাস পরেই নতুন অতিথির কথা জানিয়ে দিলেন ইভিলিন। এখন থেকে দিন গোনা শুরু।

জুলাই ১১, ২০২১
বিনোদুনিয়া

Cloud kitchen : দক্ষিণ কলকাতায় একটু অন্যধরণের ক্লাউড কিচেন

সায়ান্তন সেনক্যালিনারি আর্টজ কমন রূমে তিনটি ক্লাউড কিচেনের ব্র্যান্ড লঞ্চ করল। যার মূল উদ্যোক্তা কৌশিক গাঙ্গুলি ও অ্যাডোলিনা গাঙ্গুলি। এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র, অভিনেতা সাহেব চ্যাটার্জি, বাংলা মেগার জনপ্রিয় মুখ প্রেরণা ভট্টাচার্য, ফুডকা ইন্দ্রজিৎ লাহিড়ী সহ আরো অনেকে।আরও পড়ুনঃ পায়েল মুখার্জীর হিন্দি সিনেমা বিশেষ সম্মানে ভূষিতকৌশিক গাঙ্গুলি এই ক্লাউড কিচেন খোলার প্রসঙ্গে বলেছেন এই প্যান্ডামিকের সময়ে যেহেতু অনেকেই তাদের কাজ হারিয়েছেন তাদের কথা ভেবেই এই ক্লাউড কিচেন খোলা। যার মাধ্যমে বেশ কিছু মানুষের চাকরির সুযোগ করে দেওয়াই তাঁর মূল লক্ষ্য। এদিন কেক কেটে, বিভিন্ন ব্যানার উন্মোচন করে এই ক্লাউড কিচেনের শুভ সূচনা করা হয়।আরও পড়ুনঃ হইচই তে মুক্তি পাচ্ছে হীরালালফুডকা অর্থাৎ ইন্দ্রজিৎ লাহিড়ী জানান অর্গানাইজড ক্লাউড কিচেন তারা খুবই কম দেখেন। কলকাতায় এরকম একটা অর্গানাইজড ক্লাউড কিচেন দেখে তার খুব ভালো লাগছে। অভিনেত্রী শ্রীলেখা মিত্র জানালেন এরকম একটা অর্গানাইজড ক্লাউড কিচেনে এসে এবং তার একটা পার্ট হতে পেরে তিনি খুব খুশি। অভিনেতা সাহেব চ্যাটার্জি একজন ফুডি হিসাবে এই ক্লাউড কিচেনে এসে একটা ভাল অনুভূতি পেয়েছেন। বর্তমানে ক্লাউড কিচেন যেভাবে জায়গা করে নিচ্ছে আগামী দিনে আরও ভাল কিছু হবে বলে আশাবাদী তিনি। অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য ও এখানে আসার সুযোগ পেয়ে খুশি হয়েছেন। উদ্যোক্তাদের অনেক ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন তিনি।

জুলাই ১১, ২০২১
বিনোদুনিয়া

Payel Mukherjee : পায়েল মুখার্জীর হিন্দি সিনেমা বিশেষ সম্মানে ভূষিত

অভিনয় জগতের পরিচিত মুখ এখন পায়েল মুখার্জী। কলকাতা ও বাংলাদেশের বেশ কিছু প্রজেক্টে অভিনয় করছেন তিনি। তাঁর আগামী মুক্তি পেতে চলা সিনেমা ইন্দ্রদীপ দাশগুপ্তর ছবি আগন্তুক। এছাড়া ক্লিকের একটি ওয়েব সিরিজ কালিম্পং ক্রাইমস এবং মালায়ালাম শর্ট ফিল্ম ইভা তেও অভিনয় করেছেন।আরও পড়ুনঃ উইম্বলডনের ফাইনালে জকোভিচের সামনে ইতালির বেরেত্তিনিতবে এতগুলো কাজের মধ্যে তাঁর কাছে সবথেকে বড় ব্রেক হিন্দি প্রোজেক্টে অভিনয় করা। সম্প্রতি তাঁর হিন্দি ওটিটি লাল মিরচির শুটিং ছিল জয়পুরে। গতবছর WOH 3 DIN নামে একটি হিন্দি ফিচার ফিল্মে অভিনয় করেন। যেখানে তাঁর চরিত্রের নাম ছিল রূপা। সঞ্জয় মিশ্র, চন্দন রায় সান্যাল এদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।আরও পড়ুনঃ আতঙ্ক ছড়াচ্ছে করোনার দোসর জিকা ভাইরাসরাজ আশুর পরিচালিত এই সিনেমাটি ফ্যালকন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ফিল্মের পুরস্কার জিতল। এই প্রসঙ্গে পায়েল জানালেন,আওয়ার্ড যেকোন অভিনেতাকেই মোটিভেট করে। তবে আমি অপেক্ষা করে আছি হল রিলিজের জন্য। দর্শকদের থেকে কি ফিডব্যাক পাওয়া যায় সেটা দেখার জন্য আগ্রহী।

জুলাই ১১, ২০২১
বিনোদুনিয়া

Hoichoi: 'হইচই' তে মুক্তি পাচ্ছে 'হীরালাল'

ভারতীয় সিনেমার জনক হিসাবে সকলে জানেন দাদাসাহেব ফালকের নাম। অথচ প্রথম ভারতীয় সিনেমা যিনি বানিয়েছিলেন তিনি একজন বাঙালি। নাম হীরালাল সেন। তাঁর জীবন নিয়েই সিনেমা বানিয়ে ফেলেছেন পরিচালক অরুণ রায়। ছবির নাম হীরালাল। যে ছবিটি অনেক দর্শক কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখেছেন এবং প্রশংসাও করেছেন। ছবিটি হলেও মুক্তি পেয়েছে।আরও পড়ুনঃ উইম্বলডনের নতুন রানি অ্যাশলে বার্টি, তৈরি করলেন অন্য নজিরদর্শকমহলে সাফল্য পাওয়া হীরালাল এবার মুক্তি পেতে চলেছে হইচই তে। ১৬ জুলাই হইচই তে হীরালাল দেখতে পাবেন দর্শকরা। ইতিমধ্যে হইচই তে হইচই তে যার ট্রেলার দেখতে পেয়েছেন দর্শকরা।আরও পড়ুনঃ মহারণে মহারথী, কোপা ইউরো ফাইনাল, কবে কোথায় কখন, দেখে নিন একনজরেছবিতে হীরালাল সেনের চরিত্রে অভিনয় করেছেন কিঞ্জল নন্দ। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, তন্নিষ্ঠা বিশ্বাস, পার্থ সিনহা সহ আরও অনেকে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, তন্নিষ্ঠা বিশ্বাস, পার্থ সিনহা সহ আরও অনেকে।

জুলাই ১১, ২০২১
বিনোদুনিয়া

Exhibition : সৌমিতা সাহার প্রর্দশনী 'এনভিসেজিং মাইকেল'

সায়ন্তন সেনবিনোদন প্রেমী থেকে সংস্কৃতি প্রেমী সকল মানুষের মনে মাইকেল জ্যাকসনের জায়গাটা আলাদা। যখন অতিমারীর নামও শোনেনি মানুষ সেই যুগে মাইকেলর গাওয়া গান হীল দা ওয়ার্ল্ড। ১২বছর আগে ২৫শে জুন মাইকেল চিরবিদায় জানান পৃথিবীকে। মাইকেল অনুরাগীদের কাছে আজও তিনি অমর। মাইকেলর নৃত্য শৈলী আজ সমগ্ৰ বিশ্ব জুড়ে জনপ্রিয়। ভারতে মাইকেল অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। আশির দশকের শেষ ভাগে ভিন্ন অভিনেতা অনুপ্রাণিত হয়েছেন মাইকেলের নৃত্য শৈলী দ্বারা।আরও পড়ুনঃ মডেলিং জগতে নতুন প্রতিভা অন্বেষণে শুভ সূচনা হল ফ্যাশনফাস প্রোডাকশনেরমাইকেলের নাচ থেকে পরিধানের বৈশিষ্ট সব পৌঁছেছে ভারতের ঘরে ঘরে। ৯০ই এর দশকের ওয়েস্টার্ন মিউজিক প্রেমীদের মনের মণিকোঠায় স্বমহিমায় বিরাজ করতেন মাইকেল। আজ তার ১২ বছরের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত চিত্রকর সৌমিতা সাহা আয়োজন করেছেন এক ভার্চুয়াল চিত্র প্রর্দশনীর। প্রর্দশনী জুড়ে থাকছে শিল্পীর ক্যান্ভাসে ফুটে ওঠা বিভিন্ন আর্ট ফর্মে মাইকেল জ্যাকসন। প্রর্দশনীর নামকরণ করা হয়েছে এই প্রর্দশনীর মুল আকর্ষণ এনভিসেজিং মাইকেল ছবির নামে। এই ছবিতে মাইকেলকে দেখা যায় ভারত নাট্যম এই ভঙ্গিতে।আরও পড়ুনঃ উদিতাকে জন্মদিনে সারপ্রাইজ সিনে আড্ডারএই প্রদর্শনীর বিষয়ে শিল্পী জানান মাইকেল জ্যাকসন আসামন্য সঙ্গীত শিল্পী হওয়ার পাশাপাশি একজন অভূতপূর্ব নৃত্য শিল্পী। এমন একজন ওয়ার্ল্ড ক্লাস শিল্পীকে কল্পনা করেছি ভারতীয় নৃত্য শৈলীতে। এই অনুষ্ঠান কে অনলাইন করার সিদ্ধান্ত কোভিডের কারণে নেওয়া হয়েছে বলে শিল্পী জানান।

জুলাই ১০, ২০২১
বিনোদুনিয়া

Cine Adda : উদিতাকে জন্মদিনে সারপ্রাইজ সিনে আড্ডার

স্টাফ রিপোর্টার : উদিতা মুন্সি। যে এখন সকলের প্রিয়। লাড্ডুর সঙ্গে তার অ্যাঙ্করিং-এর জুটি দেখতে দর্শকরা রোজ টিভির পর্দায় চোখ রাখতে ভোলেন না। এছাড়া এই কম বয়সেও সে মেগাতে এবং সিনেমাতে অভিনয় করেছে। সকলের প্রিয় উদিতার জন্মদিন উদযাপন হল দারুণভাবে। ড্যান্স ড্যান্স জুনিয়রের সেটে দেব, মনামী, এমজি কেক কেটে তার জন্মদিন পালন করলেন। দেব তার জন্য দারুণ একটা গিফট দেয়। একটা বড় পুতুল।তবে এর বাইরেও ছিল দারুণ একটা চমক। সিনে আড্ডার কর্ণধার মানস কয়াল উদিতার বার্থডে সেলিব্রেশনে উদিতার কাছে সারপ্রাইজ নিয়ে যায়। মানস যখন কেকটা নিয়ে যায় উদিতার জন্য উদিতা জানতোই না। ভাবতেই পারেনি এরকম একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তার জন্য। মানস ও সিনে আড্ডার জন্য উদিতা অনেক শুভেচ্ছা জানিয়েছে। এই প্রসঙ্গে মানস কয়াল জনতার কথা কে উদিতা জানান,উদিতার বার্থডে সেলিব্রেশনটা পুরো সারপ্রাইজ ছিল। উদিতা কে না জানিয়েই এসেছিলাম। পাশের বাড়ির কোনো আঙ্কেল ওর বাড়িতে আসবে এটা ওকে ওর বাবা-মা বলেছিল। তবে অদ্ভুত এই সারপ্রাইজ পেয়ে ও খুব খুশি। আগামী বছরগুলোতেও উদিতার বার্থডে এইভাবে সেলিব্রেট করতে চাই।এদিকে দেবের কাছ থেকে গিফট পেয়ে উদিতা জানাল,আমি খুব খুশি হয়েছি এত ভাল একটা গিফট পেয়ে। আমাকে এতটা ভালবাসার জন্য এবং এরকম একটা গিফট দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ দেব দা। উদিতার কো অ্যাঙ্কর লাড্ডু বলল,খুব ভাল থাক উদিতা। আমরা দুজনে যেন এইভাবেই ভাল অ্যাঙ্করিং করতে পারি।

জুলাই ১০, ২০২১
বিনোদুনিয়া

Subho Maharat : ঐতিহাসিক বাংলা ছবি ৮/১২'র শুভ মহরত

প্রযোজক, অভিনেতা কান সিং সোধা তার প্রযোজনা সংস্থা কে এস এস প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের ব্যানারে প্রযোজনা করতে চলেছেন নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ৮/১২। ভারতকে স্বাধীন করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তর অবদানকে স্মরণীয় করে রাখতেই নির্মিত হবে ৮/১২। এগারো ও হিরালালের মতো ছবি দর্শকদের উপহার দেওয়ার পর এবার ৮/১২র মাধ্যমে নিজের ম্যাজিকটা আবারো দেখাতে চলেছেন পরিচালক অরুণ রায়। আরও পড়ুনঃ আতঙ্ক ছড়াচ্ছে করোনার দোসর জিকা ভাইরাসএই সিনেমায় বিনয়ের চরিত্রে রয়েছেন কিঞ্জল নন্দ, বাদলের চরিত্রে দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায় কে এবং দীনেশের চরিত্রে সুমন বোস (রেমো)। বিপাশা সাহা ও অনুষ্কা চক্রবর্তী দুটি বিশেষ চরিত্রে রয়েছেন। এছাড়া রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, খরাজ মুখার্জি সহ অন্যান্যরা। জুলাই এর শেষে শুরু হবে শুটিং।আরও পড়ুনঃ ভারতশ্রীলঙ্কা সিরিজ কি অনিশ্চিত? আশঙ্কার মেঘ ঘনিয়ে এসেছে৮/১২র শুভ মহরত হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক, প্রযোজক থেকে শুরু করে অন্যান্য কলাকুশলীরা।

জুলাই ১০, ২০২১
বিনোদুনিয়া

Director : কলকাতার পরিচালক এখন বিজনেসম্যান!

সায়ন্তন সেন করোনা মানুষের জীবন অনেকটা বদলে দিয়েছে। অনেক মানুষ চাকরি হারিয়ে অন্য পেশা খুঁজতে বাধ্য হয়েছেন। তবে সবথেকে খারাপ অবস্থা শিল্পীদের। পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, থিয়েটারের সঙ্গে যুক্ত মানুষ, সঙ্গীতশিল্পী সকলের কাছেই করোনার যথেষ্ট প্রভাব দেখা গেছে। অনেককে নিজেদের মাসিক বেতনের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়েছে। আবার অনেকের কাছে টাকা থাকলেও তাদের ক্রিয়েটিভিটতে কিছুটা হলেও ভাটা পড়েছে। তবে এর কিছু ভাল দিকও রয়েছে। অনেকেই তাদের প্যাশনের ওপর জোর দিয়েছেন এই করোনায় মনখারাপ দূর করতে। কেউ ভাল ছবি আঁকছেন, কেউ কবিতা লিখছেন, অনেকে আবার নিজেদের ইউটিউব ভ্লগ চ্যানেল খুলেছেন। এরকম আরও কত কী। এই করোনার মধ্যেই যেমন ব্যবসায় মনোনিবেশ করলেন কলকাতার পরিচালক সত্যজিত দাস। বেশ কিছু শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ ও ফিচার ফিল্মের পরিচালক সত্যজিত দাস নিজের ব্যস্ত সময়ের মধ্যে MEATY ABSOLUTELY PREMIEM QUALITY PRODUCT নামে একটি অনলাইন ডেলিভারি সার্ভিস চালু করলেন। বাড়িতে বসেই এক্সট্রা ডেলিভারি চার্জ দিয়েই অনলাইনে পাওয়া যাবে মাছ, মাংস, ডিম। তার এই নতুন উদ্যোগ নিয়ে জনতার কথা-কে সত্যজিত জনালেন,আমার বিজনেস স্টার্ট আপ টা করার ইচ্ছা হলো তার কারণ এই লকডাউন সময়টা আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমিও এই লকডাউনে অনেক কিছু হারিয়েছি। আর সেখান থেকে মনে হলো নতুন কিছু করার। তখন অনেক বিজনেসের মধ্যে অনলাইন ডেলিভারির মাধ্যম মাথায় আসে। সেটাকে আমি বেছে নিয়েছি। চিকেন , ফিশ, এগ। এই খাদ্যটি আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই সেটা যদি মানুষের বাড়িতে গিয়ে পৌঁছে দিতে পারি এই কঠিন সময়ে। যখন বাজারে গিয়ে লাইন দিয়ে কেনার ভয় সবার মধ্যে আছে। তাই এই চিন্তা রেখেই আমার এই শুরু। তিনি আরও জানান,এই বিজনেস টা অনেকেই করছে। তবে আমার বিজনেস টা অনেক দিক থেকে ইউনিক হতে চলেছে। সেটার প্রমোশন বা কিভাবে আরো ডেভালপ করা যায় সেটা নিয়ে আমরা এগোচ্ছি। এই মুহূর্তে আমরা ডাইরেক্ট কাস্টমার দের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলছি ও ডেলিভারি নিচ্ছি যাতে তাদের সমস্যা বা কিভাবে আরো বেটার সার্ভিস দিতে পারি। সেটা সরাসরি করার সুযোগ রাখছি।

জুলাই ১০, ২০২১
বিনোদুনিয়া

fashion fuss production : মডেলিং জগতে নতুন প্রতিভা অন্বেষণে শুভ সূচনা হল ফ্যাশনফাস প্রোডাকশনের

নবাগত তরুণ মডেলদের ভালো পোর্টফোলিও করার মাধ্যমে ও তাদের আরও কাজের সুযোগ করে দিতে এই সময়ের তিন তরুণ প্রজন্ম শুভ্রজিত, সৌরভ ও তমোনাশের যৌথ প্রচেষ্টায় শুভ সূচনা হল ফ্যাশনফাস প্রোডাকশন হাউসের। এই হাউসের ব্যানারেই শুভ সূচনা হল বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার সন্দীপ শীলের আরও একটি নতুন ব্যান্ড এস এস ট্র্যাডিশনাল স্টাইল লফ্টের। গত শনিবার দ: কলকাতার আর্টোগ্রাফ স্টুডিওতে কলকাতা মেট্রোর আধিকারিক প্রত্যুষ ঘোষ, বিশিষ্ট গীতিকার অভিজিত পাল ও অভিনেত্রী তথা মডেল অনুমিতা দত্তের হাত দিয়েই শুভ সূচনা হয় তাদের এই দুটি প্রজেক্টের। এছাড়াও উপস্থিত ছিলেন মডেলিং জগতের পরিচিত মেকআপ আর্টিস্ট অন্বেষা, দীশানি, নূপুর, তনুশ্রী ও স্বর্ণভা এবং এই হাউসের সঙ্গে সদ্য যুক্ত হওয়া তিন তরুণ মুখ সিমরন, স্নেহা ও সায়নী। এই দুটি নতুন প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে মডেলরা খুবই খুশি। প্রতি ৬ মাস অন্তর একটি ম্যাগাজিনের মাধ্যমে এই হাউসের সঙ্গে যুক্ত হওয়া মডেলদের ছবি পৌঁছে যাবে দিল্লি, মুম্বই, হায়দ্রাবাদ সহ ভারতের বিভিন্ন প্রান্তে। প্রচার হবে টিভি মিডিয়াতেও। মডেলদের ব্যাক্তিগত নৈপূণ্যের বিকাশ ঘটানোর দায়িত্বে বিদিশা ব্যানার্জী ও তার সংস্থা টক অ্যান্ড টক। তাদের এই সমগ্র প্রয়াসটির বিশেষ পরামর্শ দাতা হায়দ্রাবাদের বালাজী পটলা। মডেলিং জগতে নতুন মুখ তুলে ধরতে তাদের এই উদ্যোগ যে সফল হবে সে ব্যাপারে আশাবাদী ফ্যাশনফাস প্রোডাকশন।

জুলাই ১০, ২০২১
বিনোদুনিয়া

Dilip Kumar: পাকিস্তান ছেড়ে এদেশেই থেকে গেলেন ইউসুফ ওরফে দিলীপ

দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভোগার পরে বুধবার অজানার দেশে চলে গেলেন অভিনেতা দিলীপ কুমার। কিন্তু মৃত্যুর পরেও রয়ে গিয়েছে বেশ কিছু প্রশ্ন, মহম্মদ ইউসুফ খান কেন হিন্দু নাম নিয়ে দিলীপ কুমার হয়েছিলেন?দুটি কারণ শোনা যায় এই নাম ও পদবি বদলের পিছনে। একটি ভয়, একটি প্রেম। তবে আরও একটি কারণ ছিল বলে মনে করা হয়। যেটি অবশ্য দিলীপ কুমার কখনও নিজের মুখে স্বীকার করেননি। যদিও তৃতীয় কারণটিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বিভিন্ন সময়ের আলোচনায়। বলা হয়, হিন্দু দর্শকদের কাছে জনপ্রিয় হওয়ার জন্যই এই নামবদল। বাস্তবের ইউসুফকে বলিউড চিনতে পারে স্বাধীনতার বছর ১৯৪৭ সালে জগনু ছবিতে অভিনয়ের পরে। তবে তার অনেক আগেই ১৯৪৪ সালে প্রথম ছবি। সেই জোয়ার ভাটা ছবির প্রযোজক ছিলেন দেবিকা রানি। দেবিকাই নাকি, ইউসুফ খানকে দিলীপ কুমার নাম নিতে বলেছিলেন। তাই অভিনেতা জীবনের শুরু থেকেই তিনি নতুন নামে পরিচিতি পেতে থাকেন। তবে বাড়ি থেকে পালিয়ে আসা ইউসুফ অভিনয় শুরু করার পরে বাবা যাতে জানতে না পারেন তার জন্য নাম বদলেছিলেন বলেও শোনা যায়। এমনটা নাকি কোনও একটি সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন দিলীপ। তবে দেবিকা রানির ইচ্ছার কথাই লিখে গিয়েছেন দিলীপ।আরও পড়ুনঃ বলিউডে নক্ষত্রপতন, প্রয়াত দিলীপ কুমারবাবার সঙ্গে ঝগড়া করে পাকিস্তান ছেড়েছিলেন। পাকিস্তানেই পড়ে রইল পুরনো বসতবাড়ি, আত্মীয় পরিজন। এদেশে এসে হয়েছিলেন দিলীপ।এদেশেই থেকে গেলেন। তবে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের সুতো ছিন্ন হয়নি। বার বার খোঁজ নিয়েছেন। প্রয়োজনে সে দেশেও গিয়েছেন। বার বার যখন ভারত-পাকিস্তান সীমানা উত্তপ্ত হয়েছে, কপালে ভাঁজ পড়েছে দিলীপ কুমারের। দুই দেশের শান্তি ফেরাতে বহু বার এগিয়ে এসে প্রতিক্রিয়াও দিয়েছেন তিনি। তবে জীবনের শেষপর্যন্ত এই দেশের মাটি, বলিউড আঁকড়েই পড়েছিলেন তিনি। এদেশকে বড্ডই ভালবাসতেন তিনি। এদেশই তাঁর স্বপ্নপূরণ করেছে। আর এদেশেই সমাহিত হলেন তিনি। এদিন, চোখের জলে দিলীপকুমারকে বিদায় জানাল ভারতীয় সিনেমা জগত্। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হল দিলীপকুমারের অন্ত্যেষ্টিক্রিয়া। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবেই গান স্যালুট দেওয়া হয় শিল্পীকে। দিলীপকুমারের শেষযাত্রায় অংশ নেন অগণিত মানুষ।

জুলাই ০৭, ২০২১
বিনোদুনিয়া

Dilip Kumar Passed Away: বলিউডে নক্ষত্রপতন, প্রয়াত দিলীপ কুমার

সিনেমার এক যুগের অবসান। প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। বয়স হয়েছিল ৯৮ বছর। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল অভিনেতার। অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছিল তাঁকে। দীর্ঘদিন ধরেই বার্ধ্যকজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। গত ৬ জুন শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল দিলীপ কুমারকে। জানা যায়, সেই সময়ও অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছিল অভিনেতাকে। গত মাসেই দ্বিতীয়বারের জন্য ফের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গত কয়েকমাস ধরেই শারীরিক সমস্যা বেড়েছিল বর্ষীয়ান অভিনেতার। বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি করা হয়েছিল তাঁকে। অভিনেতার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া। গত বুধবারও শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল দিলীপ কুমারকে। আইসিইউ- তে রাখা হয়েছিল অভিনেতাকে। এর আগে ফুসফুসে জল জমার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দিলীপ কুমার। তা থেকে সুস্থ হওয়ার পর তাঁকে বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, কিডনিতেও সমস্যা দেখা দিয়েছিল বর্ষীয়ান অভিনেতার।প্রায় ছয় দশকের বলিউড কেরিয়ার দিলীপ কুমারের। তাঁকে ট্র্যাজেডি কিং আখ্যা দেওয়া হত। গোটা কেরিয়ারে প্রায় ৬৫টি ছবিতে অভিনয় করেছেন। দেবদাস (১৯৫৫), মুঘল ই আজম (১৯৬০), গঙ্গা যমুনা (১৯৬১), ক্রান্তি (১৯৮১), কর্মা (১৯৮৬)-র মতো ছবি বলিউডের ইতিহাসে চিরকাল মনে রাখবেন সিনে প্রেমী দর্শক। ১৯৯৮০এ মুক্তিপ্রাপ্ত কিলা ছবিতে শেষ দেখা গিয়েছিল দিলীপের অভিনয়। ১৯৯৪-এ দাদা সাহেব ফালকে এবং ২০১৫-এ পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন তিনি।

জুলাই ০৭, ২০২১
বিনোদুনিয়া

Kabir Suman: গানওয়ালার গান চুরির অভিযোগ, ক্ষোভপ্রকাশ সামাজিক মাধ্যমে

শারীরিক অসুস্থতা নিয়ে গানওয়ালা হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কিছুদিন যাবত কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন। তবে গান থেমে থাকেনি। চিকিৎসাধীন কবির নিত্যদিন সামাজিক মাধ্যমে সঙ্গীত নিয়ে নানা আলোচনা ও অভিজ্ঞতা নেটনাগরিকদের সাথে ভাগ করে নিচ্ছেন গানওয়ালা। সমৃদ্ধ হন নেটনাগরিকগণ। রত্নগর্ভা বাংলা সঙ্গীত জগতের আপাত শেষ কিংবদন্তী কবির সুমন। তাঁর সাংগীতিক পাণ্ডিত্য নিয়ে আলোচনা করা ধৃষ্টতা সমসাময়িক খুব কমজনেরই আছে।কবির সুমন আবেগের আরেক নাম। যিনি অবলীলায় বলতে পাড়েন তাঁর সঙ্গীত অনুপ্রেরণায় কোন কোন মহান পন্ডিতদের প্রভাব। বহুল প্রচারিত এক টিভি অনুষ্ঠানে সেই ব্যখ্যা দিতে গিয়ে তিনি বলেছিলেন আমি আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষের স্তন্য পান করেছি, আমি পণ্ডিত রবিশঙ্করের স্তন্য প্রান করেছি। সবারকার যা ভালো তা একত্রিত করা সহজ ব্যাপার নয়। তিনি পেরেছিলেন। তিনি একাধারে গান লিখছেন আবার সেই গানের সুরারোপ-ও করেছেন। একের পর এক আনবদ্য সৃষ্টি। পেট কাটি চাঁদিয়াল, তুই হেঁসে উঠলেই, তোমাকে চায় থেকে হাল-আমলের জাতিস্মর সিনেমায় জাতীয় পুরস্কার পাওয়া গান এ তুমি কেমন তুমি। আধুনিক বাংলা গান নিয়ে নিত্য গবেষণা তাঁর। যেমন তাঁর গানে পশ্চিমী প্রভাব ছিল তেমনই তাঁর হিন্দুস্থানি মার্গ সঙ্গীতের প্রভাবও প্রকট। ঠুমরী, গজল নিয়ে তিনি বহু কাজ করেছেন।রবিবার সামাজিক মাধ্যমে এক গুরুতর অভিযোগ তুললেন গানওয়ালা। চিকিৎসাধীন সুমন হাসপাতাল থেকেই সামাজিক মাধ্যমে অভিযোগ তুলেছেন, তাঁর তৈরি একটি রাগ চুরি করে এক ব্যাক্তি তাঁর নিজের নামে প্রচার চালাচ্ছেন। গানওয়ালার সামাজিক মাধ্যমে অভিযোগের ভিত্তি থেকে জানা যায় আহির বৈরাগি রাগটি তিনি বছর খানেক আগে তৈরি করেছিলেন। তিনি জানান সুভদ্রকল্যাণ রানা নামক এক ব্যক্তি তাঁর বছর খানেক আগের তৈরি রাগটির বিস্তার সম্বন্ধে সামাজিক মাধ্যমে জানতে চান। এবং ওই ব্যক্তি সেটি অনুষ্ঠানে বাজাবার অনুমতি চান। কবিরের অভিযোগ সুভদ্রকল্যাণ রানা তাঁর কাছে রাগরূপ জেনে নিয়ে সামাজিক মাধ্যমে আহির বৈরাগি রাগটি তাঁর নিজের সৃষ্টি বলে প্রচার করতে থাকেন। দীর্ঘজীবী হোক রাগসঙ্গীত। বছরখানেকেরও আগে আমি আহীর বৈরাগী নামে একটি রাগ তৈরি করে ফেসবুকে সেই রাগের কথা জানিয়েছিলাম।...Posted by Kabir Suman on Saturday, 3 July 2021কবির সুমন জানান, তিনি এর প্রতিবাদ করলে সুভদ্রকল্যাণ রানা সামাজিক মাধ্যমে আরও কিছু মানুষকে সঙ্গে নিয়ে তাঁকে প্রতি আক্রমণ করেন। কবিরের দাবি, এমন ঘটনা এর আগেও অভিযুক্ত ঘটিয়েছেন। তাঁর আশঙ্কা আগামিদিনে এরকম ঘটনা আরও ঘটতে থাকবে। উল্লেখ্য, সামাজিক মাধ্যমের সুত্র থেকে জানা যায় অভিযুক্ত সুভদ্রকল্যাণ রানা একজন তবলা শিল্পী। বিশ্বখ্যাত তবলা গুরু পণ্ডিত শঙ্কর ঘোষ-এর কাছে থেকে তিনি তবলা শিক্ষালাভ করেছেন। এহেন সুভদ্রকল্যাণ রাণার উদ্দেশে গানওয়ালা বলেন, আশা করছি হিংসা হানাহানি, মিথ্যাচারে নয়, সঙ্গীত শিক্ষায় ব্রতী থাকবেন। শিখবেন। মন ভাল রাখবেন। সঙ্গীতসঙ্গ করবেন। সুরে তালে লয়ে থাকুন। সুমন তাঁর পোস্টে জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চিকিৎসক, সেবক, সেবিকা ও স্বাস্থ্য ব্যবস্থার সহযোগিতায় সেরে উঠছি কলকাতার এসএসকেএম হাসপাতালে। আমি সেরে উঠেই বাংলা খেয়ালের সেবায় ফিরে যাব। আমার জীবনের আসল কাজ, আমার জীবনের শেষ ব্রত। অগণিত কবির প্রেমী শ্রোতৃমণ্ডলী আরও একটা জাতিস্মর-এর সৃষ্টির আশায় রইলো।জয়ন্ত চট্টোপাধ্যায়

জুলাই ০৫, ২০২১
বিনোদুনিয়া

Aamir Khan-Kiran Rao: দাম্পত্যে ইতি। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত 'লাগান' খ্যাত ভুবনের

সুপারস্টার আমির খান ও প্রযোজক-পরিচালক কিরণ রাও শনিবার বিয়ের ১৫ বছর অতিক্রান্ত করে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্তের কথা তাঁরা যৌথভাবে সামাজিক মাধ্যমে জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন আমরা একে অপরের পরিপূরক হয়ে সন্তানদের একসাথে দেখভাল করব এবং একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছি।তাঁদের সমাজসেবি সংস্থা পাণি ফাউন্ডেশন, চলচ্চিত্র এবং অন্যান্য পেশার কাজ যেভাবে যৌথভাবে চলছিল সেভাবেই কাজ চালিয়ে যাবেন বলে ওই বিবৃতিতে দম্পতি জানিয়েছেন।সুত্রের খবর, বর্তমানে আমির খান ৫৬ এবং কিরন রাওয়ের বয়স ৪৭। ব্যাঙ্গালোরে জন্ম হলেও কিরনের বেড়ে ওঠা কলকাতায়। ২০০১ এ ব্লকব্লাসটার সিনেমা লাগান এর সেটে প্রথম সাক্ষাত হয় তাঁদের। ২০০৫ এ তাঁদের সম্পর্ক পরিণতি পায়। তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সরোগেসি-র সাহায্যে তাঁদের সন্তান আজাদ রাও খান জন্ম হয় ২০১১ র ডিসেম্বরে।তাঁরা বিবৃতিতে বলেন এই ১৫ টি সুন্দর বছর আমরা এক সঙ্গে হাসি, আনন্দ , সুখ, দুঃখ ভাগ করে নিয়েছি এবং আমাদের সম্পর্ক কেবল বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালবাসায় বৃদ্ধি পেয়েছে। এই অভিজ্ঞতা আজীবন স্মরণে থাকবে।এখন আমরা আমাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করতে চাই - স্বামী স্ত্রী হিসাবে আর নয়, একে অপরের সহ-পিতা এবং সহ-পরিবার হিসাবে।বিবৃতিতে আরও লেখা হয়েছে, তাঁরা হটাৎ করে কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না। বেশ কিছুদিন ধরে আলোচনা ও পরিকল্পনা করেই দাম্পত্যে থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে তাঁরা একটি বর্ধিত পরিবারের মতো থাকবেন।AAMIR KHAN - KIRAN SEPARATE JOINT STATEMENT pic.twitter.com/YlixZbvtIA taran adarsh (@taran_adarsh) July 3, 2021খান ও রাও বলেছেন, যে তাঁরা আলাদা থাকলেও তাঁদের ছেলে আজাদের প্রতি কোনও কর্তব্যে গাফিলতি করবেন না। এই সিদ্ধান্তে তাঁদের পাশে থাকার এবং মেনে নেওয়ার জন্য দুই তরফের পরিবার ও বন্ধুবান্ধবকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিবৃতিতে। তাঁরা জানান তাঁদের সাপোর্ট ছাড়া কিছুতেই আমরা এই সিদ্ধান্ত নিতে পাড়তাম না। আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও আশীর্বাদ দেওয়ার জন্য অনুরোধ করছি এবং আশা করি - আমাদের ব্যক্তি জীবনের এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না পেশাগত দিকে। এই বিবাহবিচ্ছেদ সব কিছুর শেষ নয়, বরং নতুন যাত্রার শুরু হিসাবে দেখবেন।কায়ামত সে কায়ামত তাক, সরফরোশ, থ্রি ইডিয়টস, তালাশ, জো জিতা ও সিকান্দর ও দঙ্গল এর মতো সুপারহিট ও বক্সঅফিস কাঁপানো চলচ্চিত্রের তারকা আমির খানের প্রথম স্ত্রী ছিলেন রিনা দত্ত। তাদের দুটি সন্তান রয়েছে- ছেলে জুনায়েদ খান ও মেয়ে ইরা খান।আমির খানের আগামী ছবি টম হ্যাঙ্কস-এর সুপারহিট সিনেমা ফরেস্ট গাম্প এর অফিসিয়াল হিন্দি রিমেক লাল সিং চাড্ডা। ছবিটি প্রযোজনা করছেন তাঁর সদ্য প্রাক্তন কিরন রাও, তিনি দঙ্গল ও সিক্রেট সুপারস্টার সহ আরও বেশ কয়েকটি সিনেমা প্রোযজনা করেছেন।জয়ন্ত চট্টোপাধ্যায়

জুলাই ০৩, ২০২১
বিনোদুনিয়া

Film Muhurat: প্রেম-বিরহ-সম্পর্কের জটিল বীজগণিত "X=প্রেম"

করোনা অতিমারীর প্রভাবে বিনোদন জগত ব্যপক ক্ষতিগ্রস্থ। তারমধ্যেই আশার খবর শোনালেন সৃজিত মুখোপাধ্যায়। মঙ্গলবার তারঁ নতুন সিনেমা X=প্রেম মুহরত অনুষ্ঠিত হয়। সামাজিক মাধ্যমে তিনি জানান X=প্রেম-এর শুটিং চলতি মাসে শুরু হবার কথা। যদি সবরকম পরিস্থিতি অনুকুল থাকে। প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) অফিসে পরিচালক,কলাকুশলী ও অভিনেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল শুভ মহরৎ। তিনি জানানX=প্রেম একটি কলেজ প্রেমের গল্প। এই প্রথম তারকা ছেড়ে একঝাঁক তরুণ ফ্রেশ অভিনেতা নিয়ে ছবি করতে চলেছেন সৃজিত। ছবিতে বর্তমান প্রজন্মের প্রেম-বিরহ-সম্পর্কের জটিল এই সমীকরণ কীভাবে ফুটিয়ে তোলেন পরিচালক, তা নিয়ে যথেষ্ট কৌতূহল সিনেমাপ্রেমীদের মনে। জানা যায় অর্জুন চক্রবর্তী, শ্রুতি দাস ও মধুরিমা বসাক সহ এই প্রজন্মের অনেক অভিনেতা অভিনেত্রী এতে অভিনয় করবেন।Srijit Mukherji sends out a special message on his new film and Kakababur Protyaborton from the muhurat of X = Prem!@srijitspeaketh @SVFsocial pic.twitter.com/IllR5PkRkR t2 (@t2telegraph) June 29, 2021ওই অনুষ্ঠানে সৃজিত আরও জানান, দীর্ঘদিন অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী বড়দিনে মুক্তি পেতে চলেছে কাকাবাবুর প্রত্যাবর্তন। তিনি বলেন ছবিটি প্রায় দু-বছর আগে শেষ হয়েছে। করোনা অতিমারির কারনে রিলিজ করা যায়নি। আসন্ন করোনার তৃতীয় ঢেউ কবে আসবে তা নিয়ে আমরা সবায় দোলাচালে আছি। তাঁর আশা সব কিছু ঠিকঠাক মিটে যাবে। রিলিজের তবে রিলিজের দিন স্থির করেও সস্থিতে নেই বলে জানান সৃজিত।কাকাবুর প্রত্যাবর্তন একটি দুঃসাহসিক কাহিনী অবলম্বনে আধারিত। শ্রীজিত মুখোপাধ্যায় এই সিনেমাটির পরিচালনা করেছেন। শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি-র সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্ম (এসভিএফ) এই ছবিটির প্রযোজক। এটি সুনীল গঙ্গোপাধ্যায়ের বাংলা অ্যাডভেঞ্চার উপন্যাস জঙ্গলের মধ্যে এক হোটেল অবলম্বনে নির্মিত। সৃজিতের পরিচালনায় এটি কাকাবাবু সিরিজের তৃতীয় গল্প। এর আগে তিনি মিশর রহস্য, ইয়েতি অভিজান পরিচালনা করেছেন। X=Prem Mahurat moments. #XPrem@SVFsocial @iammony #ShrikantMohta @srijitspeaketh @Madhurimahere #ShrutiDas #AnindyaSengupta @subhankarbhar @hoichoitv pic.twitter.com/lbAdJBxPFE Arjun Chakrabarty (@Arjun_C) June 29, 2021সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মুল গল্পটি হল এক বাঙালি দম্পতি অমল ও তাঁর স্ত্রীর আমন্ত্রনে রাজা রায়চৌধুরী ওরফে কাকাবাবু তাঁর ভাইপো সন্তুকে নিয়ে কেনিয়ার নাইরোবি বেড়াতে যান। ওখানে পৌঁছে কাকাবাবু একটি হুমকি ফোনকল পান, প্রথমে তিনি সেটাকে যথারীতি উপেক্ষা করেন। এরপর, এক আফ্রিকা প্রবাসী ভারতীয় ব্যবসায়ী অশোক দেশাই এবং তার পার্টনার মিঃ নিনজান কাকাবাবুকে তাঁদের মাশাইমারা জঙ্গল-র মধ্যে হোটেল দেখার জন্য আমন্ত্রণ জানান। এক দুঃসাহসিক ভ্রমণের শেষে কাকাবাবু এবং সন্তু গহন জঙ্গলের অভ্যন্তরে সেই হোটেলে পৌঁছেলেন। এরই মধ্যে বিশ্বস্ত সূত্রে কাকাবাবু জানতে পারেন কিছুদিন আগে দুই জার্মান পর্যটক হোটেল থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান। তিনি সেটির অনুসন্ধান শুরু করেন এবং ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হন। এই অনুসন্ধান পর্বের ওপরই আধারিত মূল সিনেমাটি। কাকাবাবু চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সন্তু-র চরিত্রে আরিইয়ান ভৌমিক এছাড়া অনির্বাণ চক্রবর্তী,অ্যালোনসো গ্র্যান্ডিও সহ অনেকে অভিনয় করেছেন। ছবিটিতে সুরারোপ করেছেন বিশিষ্ট সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। জয়ন্ত চট্টোপাধ্যায়

জুলাই ০২, ২০২১
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 52
  • ...
  • 56
  • 57
  • ›

ট্রেন্ডিং

বিদেশ

বাংলাদেশে কী চলছে? হিন্দু হত্যা ও মন্দির ভাঙচুরের অভিযোগে উত্তাল ব্রিটিশ পার্লামেন্ট

বাংলাদেশে ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার। প্রকাশ্যে হিন্দুদের খুন করা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি ও মন্দিরএই অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করা হল ব্রিটেনের পার্লামেন্টে। আসন্ন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে এই পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন ব্রিটেনের সাংসদ বব ব্ল্যাকম্যান।ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে ব্ল্যাকম্যান বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই ব্রিটেনের বিদেশ সচিবের কাছে উদ্বেগ জানানো হয়েছে। তাঁর অভিযোগ, রাস্তায় হিন্দুদের হত্যা করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দিরে হামলা চালানো হচ্ছে। শুধু হিন্দুরাই নন, অন্য ধর্মীয় সংখ্যালঘুরাও একই ভাবে নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেন তিনি।আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। তার আগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামি লিগকে নিষিদ্ধ করার বিষয়টিও গভীর উদ্বেগের বলে মন্তব্য করেন ব্ল্যাকম্যান। তিনি বলেন, জনমত সমীক্ষায় আওয়ামি লিগের প্রায় ৩০ শতাংশ সমর্থন থাকা সত্ত্বেও দলটিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি, বাংলাদেশের কট্টরপন্থী শক্তিগুলি দেশের সংবিধান বদলে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন তিনি।বাংলাদেশে নির্বাচন আদৌ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন ব্রিটিশ সাংসদ। এই পরিস্থিতিতে ব্রিটেনের সরকার কী পদক্ষেপ করবে, সে বিষয়ে বিদেশ সচিবের কাছে স্পষ্ট জবাব চান ব্ল্যাকম্যান। উল্লেখ্য, এর আগেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামি লিগকে নিষিদ্ধ করা নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন ব্রিটেনের চার জন সাংসদ। তাঁদের বক্তব্য ছিল, একটি বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন হলে তা কখনওই প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন হতে পারে না।

জানুয়ারি ১৭, ২০২৬
রাজ্য

দু’দিন ধরে জ্বলছে বেলডাঙা, অবশেষে লাঠিচার্জ—পুলিশ এতক্ষণ কোথায় ছিল?

টানা দুদিন ধরে অশান্ত মুর্শিদাবাদের বেলডাঙা। রাস্তায় নেমে বিক্ষোভ, জাতীয় সম্পত্তি ভাঙচুর, রেল অবরোধসব মিলিয়ে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। সবচেয়ে বড় প্রশ্ন উঠছিল, পুলিশ কোথায়? সাংবাদিকদের মারধর করা হয়েছে, রেলগেট ভেঙে দেওয়া হয়েছে, দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে, ট্রেন চলাচল স্তব্ধতবু পুলিশের কোনও দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ উঠছিল বারবার।অবশেষে প্রায় ২৪ ঘণ্টা পর সেই নীরবতা ভাঙল। জেলা পুলিশ সুপার কুমার সানি রাজের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নামল রাস্তায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে করা হল লাঠিচার্জ। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ কড়া পদক্ষেপ নেয়। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে, এত দেরিতে কেন পুলিশের অ্যাকশন?এই প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, পুলিশ আগেও এলাকায় ছিল। তবে হঠাৎ করে লাঠিচার্জ করা যায় না। প্রথমে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু পরিস্থিতি যখন আর নিয়ন্ত্রণে আসছিল না, তখন বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হয়েছে। তাঁর দাবি, বিক্ষোভকারীরা পাথর ছোড়া শুরু করায় পুলিশ কড়া ব্যবস্থা নেয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। যাঁরা লুকিয়ে রয়েছেন, তাঁদেরও শনাক্ত করা হচ্ছে বলে জানান তিনি।বেলা বাড়লেও এখনও রেল চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। বহু দোকানপাট বন্ধ রয়েছে। স্টেশন চত্বরে টহল দিচ্ছে আরপিএফ। কয়েকজন দোকানদারের অভিযোগ, আন্দোলনকারীরা দোকানে লুটপাটের চেষ্টা করেছে। যদিও পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক এবং পুলিশ পুরোপুরি নজরদারিতে রয়েছে।

জানুয়ারি ১৭, ২০২৬
রাজ্য

মালদহ থেকে বন্দে ভারত স্লিপার চালু, অনুপ্রবেশ নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ মোদীর

বাংলা সফরের প্রথম দিনেই মালদহে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদা টাউন স্টেশন থেকে এ দিন দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন তিনি। নতুন এই ট্রেন অসমের উদ্দেশে রওনা দেয়। ট্রেন চালু হতেই খুশির হাওয়া মালদহ জুড়ে। উদ্বোধনের পরে ট্রেনের ভিতরে গিয়ে যাত্রীদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি মালদহে একটি জনসভাও করেন তিনি।সভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে সরব হন নরেন্দ্র মোদী। তিনি বলেন, বিশ্বের সব উন্নয়নশীল দেশেই অনুপ্রবেশকারীদের বাইরে বের করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকেও অনুপ্রবেশকারীদের এক এক করে বের করে দেওয়া জরুরি। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে সেটা সম্ভব নয়। তাঁর অভিযোগ, তৃণমূল নেতারাই বছরের পর বছর অনুপ্রবেশকারীদের বাংলায় বসবাস করতে দিচ্ছেন। এতে সাধারণ মানুষের জমি সুরক্ষিত নয়, কাজ ছিনিয়ে নেওয়া হচ্ছে, টাকা লুট হচ্ছে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।মালদহের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সরকার এলে মালদহের আম নির্ভর অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে। রাজ্যে আরও বেশি কোল্ড স্টোরেজ তৈরি করা হবে। রেশম চাষিদের জন্য কোটি টাকার প্রকল্প চালু করা হয়েছে। পাট শিল্পকে বাঁচাতে কেন্দ্র সরকার সব রকম চেষ্টা করছে। তিনি বলেন, ২০১৪ সালের আগে যখন তৃণমূল কেন্দ্রের অংশ ছিল, তখন এমএসপি ছিল ২৪০০ টাকা, আর এখন তা বেড়ে সাড়ে ৫ হাজার টাকারও বেশি হয়েছে।বন্যাত্রাণ নিয়ে তৃণমূলকে আক্রমণ করে মোদী বলেন, বহুবার ত্রাণের টাকা দেওয়া হলেও সেই টাকা সঠিক মানুষের হাতে পৌঁছয়নি। যারা ক্ষতিগ্রস্ত, তারা টাকা পায়নি। তাঁর দাবি, বাংলায় বিজেপি সরকার গঠন হলে এই সব দুর্নীতি বন্ধ হবে।আম প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার ক্ষেত্রেও রাজ্য সরকারের কোনও উদ্যোগ নেই বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নদীভাঙন নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বৃষ্টি হলেই সব ভেসে যায়, আর বন্যাত্রাণ নিয়ে কী হয়েছে, তা মানুষ নিজেরাই ভালো জানেন।

জানুয়ারি ১৭, ২০২৬
রাজ্য

কলকাতা থেকে পাঠানো হচ্ছে RPF-RPSF, বেলডাঙায় হাজির হলেন হুমায়ুন কবীর

শুক্রবারের উত্তপ্ত পরিস্থিতির পর শনিবারও মুর্শিদাবাদের বেলডাঙা এলাকায় উত্তেজনা অব্যাহত। স্থানীয় বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। ইতিমধ্যেই কৃষ্ণনগর-লালগোলা রুটের ট্রেন বন্ধ হয়ে গেছে, রেলগেট ভেঙে ফেলা হয়েছে। হুমায়ুন কবীর ঘটনাস্থলে পৌঁছান এবং বিক্ষোভকারীদের সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে বচসা করেন।তিনি বলেন, স্থানীয় প্রশাসন ও পুলিশ যথেষ্ট সক্রিয় নয়। সক্রিয়তা না বাড়ালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। সাধারণ খেটে খাওয়া মানুষগুলো আক্রান্ত হচ্ছে। জনরোষ এসে জাতীয় সড়ক (NH)-এর উপর পড়ছে। গতকাল সাত ঘণ্টা রাস্তা বন্ধ ছিল। বিহারে আরও একজন আহত হয়েছে, হাসপাতালে ভর্তি। কিছু মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছে। কার নির্দেশে তারা NH অবরোধ করছে তা জানা নেই।আজও সাংবাদিকদের টার্গেট করে মারধর করা হয়েছে। জাতীয় সড়ক পুরোপুরি ধ্বংসের পথে। ক্ষিপ্ত জনতা রাস্তায় নেমে বাঁশ হাতে ও ফ্লেক্স-ব্যানার উপরে ফেলে লাথি মারা সহ নানা ধরণের ভাঙচুর চালাচ্ছে। এলাকায় একজনও পুলিশ দেখা যায়নি। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জানা গেছে, কলকাতা থেকে RPF ও RPSF পাঠানো হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য।

জানুয়ারি ১৭, ২০২৬
রাজ্য

প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে বড় সিকিউরিটি অ্যালার্ট, বন্দে ভারত স্লিপারকে লক্ষ্য করে ষড়যন্ত্র!

আর হাতে গোনা কয়েক ঘণ্টা, তারপরই মালদহ থেকে ছুটবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। তবে এই আনন্দের মাঝে নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে আরপিএফ। গোপন সূত্রে খবর পাওয়া গেছে, বন্দে ভারত স্লিপার ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়া ও কালো পতাকা দেখানোর ষড়যন্ত্র চলছে।আজ দুপুরে মালদা টাউন রেলস্টেশন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন ট্রেনের। তার আগে আরপিএফের পক্ষ থেকে কালিয়াচক থানার আইসিকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সুবোধ কুমার সাউ নামের একজন ব্যক্তি ইমেইলের মাধ্যমে জানিয়েছেন যে কিছু দুষ্কৃতীরা ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্টেশনে হামলার চেষ্টা করতে পারে।আরপিএফের আশঙ্কা অনুযায়ী, জামিরঘাটা, খালতিপুর, চমগ্রাম, শঙ্খপাড়া, নিউ ফরাক্কা, বল্লালপুর, ধুলিয়ান, বাসুদেবপুর ও তিলডাঙা এলাকায় ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হতে পারে। পাশাপাশি প্রধানমন্ত্রীর উদ্দেশে কালো পতাকা দেখানোর সম্ভাবনাও রয়েছে। তাই কালিয়াচক থানাকে স্টেশনগুলিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।এর আগে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে একাধিকবার পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল। তখন রেল কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিয়েছিল। এবার যাতে বন্দে ভারত স্লিপার ট্রেনে এমন কোনও ঘটনা না ঘটে, তার জন্য আগেভাগেই সতর্কবার্তা জারি করা হয়েছে।

জানুয়ারি ১৭, ২০২৬
রাজ্য

বেলডাঙা উত্তাল! রেল অবরোধ, ট্রেন আটক, ভাঙচুর ও সাংবাদিকের ওপর হামলা

ভীন রাজ্যে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। শুক্রবারের পর শনিবারও রাস্তায় শত শত মানুষ বিক্ষোভে নেমে আসে। গতকাল সাংবাদিকদের ওপরও হামলা হয়েছে। ট্রেন ও সড়ক অবরোধের ঘটনা লাগাতার চলেছে। শনিবার ফের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় জনতা। সড়কে চলমান সব কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। রেল গেট ভাঙচুর করা হয়েছে, ফলে লালগোলাকৃষ্ণনগর রুটের ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। এই পরিস্থিতি দেখে প্রশ্ন উঠেছে, এভাবেই কি প্রতিবাদ করা উচিত?শুধু শুক্রবার নয়, শনিবারও সাংবাদিকদের টার্গেট করা হয়েছে। ছবিতে দেখা গেছে ক্ষিপ্ত জনতা রাস্তায় নেমে বাঁশ হাতে হুড়োহুড়ি করছেন। রাস্তার ধারে থাকা ফ্লেক্স ও ব্যানার উপরে ফেলে লাথি মারা হচ্ছে। এলাকায় কোনও পুলিশকর্মীও দেখা যায়নি। কোথায় গেল পুলিশ, সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।গতকাল পরিস্থিতি যখন তপ্ত হয়েছিল, প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়। কিছু আবেদন মেনে নেওয়া হয় এবং কন্ট্রোল রুম খোলা হয়। তবে তাতে কার্যত পরিস্থিতির কোনও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। শনিবার সকাল থেকেই বেলডাঙায় পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। এ বিষয়ে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, রাজ্যে প্রশাসন নেই, তাই এমন হচ্ছে। তার মধ্যে আজ আবার অভিষেক আসছেন। তাই বহরমপুর বাসস্ট্যান্ড বেলা ১১টা থেকে ৪টা অবধি বন্ধ থাকবে। এই সময়ে সাধারণ মানুষের জন্য সব বন্ধ। নেতারাই তো সমাজ-বিরোধী কাজ করছেন। তাহলে বাংলায় আর কী হবে? কোথাও রোড শো, কোথাও ভাঙচুরএর জন্য যাতায়াত বন্ধ। জনপ্রতিনিধি ভাষণ দেবেন বলে সব বন্ধ।

জানুয়ারি ১৭, ২০২৬
কলকাতা

ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জটিল মামলা আবার আলোচনায়, দাগি প্রার্থীদের তালিকায় উঠে এল নাম!

কলকাতা হাইকোর্টের একটি উল্লেখযোগ্য রায়ের আলো আবার সমালোচনার কেন্দ্রে এসেছে। ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যারা চাকরি পাননি, তাদের মধ্যে কয়েকজন দাগি প্রার্থী হিসেবে চিহ্নিত হয়েছিলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে ২৬ হাজার চাকরি বাতিল হয়। এখন ২০২৫ সালের নতুন নিয়োগ প্রক্রিয়ায় এসএসসি ওয়েবসাইটে প্রকাশিত করেছে ২০১৬ সালের ওয়েটিং লিস্টের দাগি প্রার্থীদের নাম।এই তালিকায় নাম থাকা মাত্রই বিতর্ক শুরু হয়েছে। নন্দীগ্রামের লক্ষ্মী তুঙ্গারের নামও তালিকায় রয়েছে, যিনি ২০১৬ সালে নিয়োগ বৈধতা নিয়ে মামলা করেছিলেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, বঞ্চিত প্রার্থীর নামে মামলা হয়েছে, যারা লড়েছেন তাঁদের নাম এখন দাগি তালিকায়। এটা একটি পরিকল্পিত প্রক্রিয়ার অংশ। অনেক চূড়া এখনও প্রকাশ পায়নি। তিনি আরও বলেন, নিয়োগ আটকানোর চেষ্টা অনেকবার হয়েছে। তবে যোগ্য শিক্ষকের নিয়োগ বাধ্যতামূলক। তবে এই প্রক্রিয়ায় বড় ধরনের ষড়যন্ত্র ছিল কি না, তা কিছুটা প্রকাশ পেয়েছে।চাকরিহারা রাকেশ আলম বলেন, যখন তালিকা প্রকাশিত হলো, তখন স্পষ্ট হলো এই প্যানেল রাজনৈতিক প্রভাবের ফলে তৈরি। আমরা যোগ্য শিক্ষকদের পক্ষে, কোনও রাজনৈতিক পক্ষ নই। ওএমআর মিসম্যাচের অভিযোগে দাগিদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে অযোগ্য প্রার্থীরাও উঠে এসেছে।এসএসসি সূত্রে জানা যায়, নতুন নিয়োগ প্রক্রিয়ায় একজনও দাগি প্রার্থী থাকবেন না, সেই নির্দেশনা মেনে তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু প্রকাশিত তালিকা ভোটের আগে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

জানুয়ারি ১৭, ২০২৬
কলকাতা

বিএলও-র ইস্তফা ঝড়! এসআইআর প্রক্রিয়া বিপর্যয়ের পথে? নির্বাচনী কমিশনের পদক্ষেপ প্রশ্নের মুখে

শেষ পর্যায়ে এসআইআর প্রক্রিয়া। আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএলও-দের অসন্তোষ ক্রমশ বেড়েছে। অতিরিক্ত কাজের চাপের অভিযোগ আগেই তুলেছিলেন বিএলও-রা। এবার অনেকেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে ইস্তফা দিতে শুরু করেছেন।রাজ্যের বিভিন্ন জায়গায় বিএলও-রা গণইস্তফা দিচ্ছেন। শনিবারই উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকে প্রায় ২০০ জন বিএলও অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দিয়েছেন। তাঁদের অভিযোগ, একের পর এক নির্দেশিকা ও ম Thomson-এ কাজ করতে গিয়ে তাঁরা হয়রানি ও হেনস্থার মুখে পড়ছেন। বিডিও দফতরের সামনে গেট আটকে বিক্ষোভও দেখানো হয়েছে।বিএলও-দের অসন্তোষ জেলায় জেলায় বাড়ছে। স্বরূপনগরে গতকাল ৫৩ জন বিএলও একসঙ্গে ইস্তফা দিয়েছেন। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি বিএলও ইস্তফার আবেদন জমা দিয়েছেন। নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেবে, তা এখনই প্রশ্নের মুখে। রাজনৈতিক কারণে কি এই ইস্তফার ঘটনা ঘটছে, তা নিয়েও জোর আলোচনা চলছে।এসআইআর প্রক্রিয়ায় বিএলও-দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ৪ নভেম্বর থেকে তারা এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছিলেন। কাজের চাপ এবং দীর্ঘ দায়িত্বের কারণে একাধিক বিএলও মৃত্যু বা আত্মহত্যার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে কমিশনের পদক্ষেপই এখন সবার নজর কেড়েছে।

জানুয়ারি ১৭, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal