দেশে অর্থনীতির মন্দগতি, কর্মসংস্থানের সংকট, আর্থিক বৈষম্য বৃদ্ধির প্রেক্ষাপটে দাঁড়িয়ে আগামী বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, 'বাজেটে থাকবে আগামী ২৫ বছরের ব্লু প্রিন্ট।' এ বারের বাজেটে পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি টাকা, পরিষেবা খাতে ৫ লক্ষ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন নির্মলা।
কেন্দ্রীয় বাজেট ঘিরে আমজনতার আগ্রহ তুঙ্গে। তবে দুটো বিষয় নিয়েই আগ্রহ তুঙ্গে। সাধারণ মানুষ জানতে চায় আয়করে ছাড় মিলল কি না আর সস্তা হল কোন সরঞ্জাম, কোন দ্রব্যেরই বা বাড়ল দাম। ফেব্রুয়ারির মাস পয়লায় পেশ করা কেন্দ্রীয় বাজেটে আয়করে মিলল না ছাড়। যা নিয়ে কার্যত হতাশ মধ্যবিত্ত।
সস্তা হচ্ছে
• পোশাক
• হিরে এবং মূল্যবান রত্ন
• ইমিটেশনের গয়না
• জুতো
• চামড়ার ব্যাগ
• পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক।
• স্টিলের উপজাত দ্রব্য
• মোবাইল ফোন
• চার্জার
• কৃষি সরঞ্জাম
দাম বাড়ছে
• বিদেশি ছাতা
• বিদেশ থেকে আমদানিকৃত যে কোনও পণ্য
আরও পড়ুনঃ ডিজিটাল মুদ্রা আনবে রিজার্ভ ব্যাংক, ঘোষণা নির্মলার
আরও পড়ুনঃ বরণের ৩০০ এপিসোড সেলিব্রেশন
- More Stories On :
- Budget 2022
- Middle Class
- Price Hike
- Price Drop